পোস্টগুলি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
একটা নতুন ভাষা শিখব, নতুন সংস্কৃতির গভীরে যাব, বন্ধুদের সামনে বলে চমকে দিব, ব্যাপারগুলো ভাবলেই কেমন একটা রোমাঞ্চ কাজ করে! কিন্তু শিখতে গেলেই বাধে বিপত্তি! দিশেহারা লাগে। সব ভেবে টেবে শেষে বেশিদিন আর আগ্রহ ধরে রাখা হয়ে ওঠে না। তা, নতুন ভাষা শিখবেন, আর শব্দভান্ডার শিখবেন না, একটু মাথার ঘাম পায়ে ফেলবেন না, তা তো আর সম্ভব না। তবে তো মাতৃভাষাও শেখা হতো না। আর কষ্টটা কম হবে যখন স্বতঃস্ফূর্তভাবে শিখতে থাকবেন; নির্দিষ্ট কিছু নিয়মের ভেতর দিয়ে যাবেন। তবে চলুন শুরু করা যাক!